চীনে দুর্বল চাহিদা ও যুক্তরাষ্ট্রে সুদের হার কমানো নিয়ে অনিশ্চয়তার কারণে বিশ্ব বাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম।
শুক্রবার (১৫ নভেম্বর) জ্বালানি তেলের দাম কমেছে দুই শতাংশের বেশি। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৫২ ডলার বা ২.০৯ শতাংশ কমে ৭১.০৪ ডলারে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ৪৭ বছরে প্রথমবার কলকাতার বইমেলায় নেই বাংলাদেশ
অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ১.৬৮ ডলার বা ২.৪৫ শতাংশ কমে ৬৭.০২ ডলারে দাঁড়িয়েছে। এ পর্যন্ত গেল এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ শতাংশ ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমেছে প্রায় ৫ শতাংশ।
তথ্যসূত্র: রয়টার্স