দীর্ঘ ৪৭ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া বইমেলায় অংশ নিচ্ছে না বাংলাদেশ।
শুক্রবার (১৫ নভেম্বর) কলকাতার পার্ক হোটেলে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রথম সাংবাদিক সম্মেলন হয়েছে। সেখান থেকেই আসন্ন বইমেলার থিম কান্ট্রি হিসেবে অংশ নিয়েছে জার্মানি। থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ নিয়ে বক্তব্য রাখেন কলকাতার জার্মান ভাইস কনসাল সিমন ক্লাইমপাস এবং কলকাতার গ্যোয়েট ইনস্টিটিউট ডিরেক্টর অ্যাস্ট্রিড ভেগে।
কিন্তু শত বক্তব্যের মাঝেও গণমাধ্যম কর্মীদের উৎসাহ ছিল বাংলাদেশ প্যাভেলিয়ন নিয়ে। থিম কান্ট্রির মোরক উন্মোচনের পরেই পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা বলতে পারবো না। বর্তমান পরিস্থিতিতে আমরা সরকারি নির্দেশের অপেক্ষায় রয়েছি। যে পরিস্থিতির মধ্যে ভারত ও বাংলাদেশ রয়েছে। তাতে সরকারি কোনো নির্দেশ ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। নির্দেশ এখনো আসেনি। এছাড়াও এখনো কিছু বলা সম্ভব নয়, বাংলাদেশ অংশ নেবে কিনা।’
আরও পড়ুন: চাকরি দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, বেতন ২ লাখ ৫৪ হাজার
আন্তর্জাতিক কলকাতা বইমেলায় কর্মকর্তা তথা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিপ চট্টোপাধ্যায় বলেছেন, এখনো সময় আছে। ফলে তারা এখনো আশাবাদী। প্রত্যেক বছরের মতো বিশাল আকারে না হলেও বাংলাদেশ অংশগ্রহণ করবে।
প্রসঙ্গত, ২০২৫ সালের ২৮ জানুয়ারি থেকে শুরু হবে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা মেলা। এ মেলা চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বইমেলাতে ফ্রান্স, আমেরিকা, ইতালি, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া, লাতিন আমেরিকার অন্যান্য দেশের বই থাকছে।