বাঁশখালীতে পুত্রবধুর অপমান সইতে না পেরে বিষপানে শাশুড়ীর মৃত্যু

0
1115

ইকবাল মোরশেদ, বাঁশখালী, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালী পৌরসদরের ৩নং ওয়ার্ডের উত্তর জলদী নেয়াজর পাড়া এলাকায় পুত্রবধুর অপমান সইতে না পেরে সুরা খাতুন নামে এক বৃদ্ধ শ্বাশুড়ী বিষপানে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিষপান করলে পরিবারের লোকজন তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাতেই চমেক হাসপাতালে প্রেরণ করেন।

চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ এপ্রিল) ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে পুত্রবধু রুবির কাছে অনেক অপমানিত করে হেনেস্তার শিকার হয় শ্বাশুড়ী সুরা খাতুন।

এর জের ধরে বৃদ্ধার স্বামী নুর হোসেন তাকে চড় থাপ্পড় মারে। ওই অপমান কাধে নিয়ে পাড়া প্রতিবেশীদের নিকট বিচার চেয়ে বিষপান করে আত্মহত্যা করবেন এই কথা বলেন সুরা খাতুন।

অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় বিষপান করে সুরা খাতুন। বিষপানের বিষয়টি জেনে পরিবারের লোকজন তাকে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএইচ২৪/জেএ/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here