মহামারি করোনায় বগুড়ায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরও ৮ জন। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হলো।
নতুন করে আরও ১২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময় সুস্থ হয়েছেন ৬১ জন।
বুধবার (৩০ জুন) বেলা ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য জানান।
তিনি জানান, এনিয়ে জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ৮৩৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৬১২ জন। মোট মৃত্যুর সংখ্যা ৩৯৪ জন। বর্তমানে করোনায় চিকিৎসাধীন আছেন ৮৩৩ জন।