মহামরি করোনা সংক্রমণ রোধে ১ জুলাই থেকে ৭ দিনের লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না। এমনটাই বলেছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম।
তিনি আরও বলেন, কঠোর লকডাউনে কেউ যদি বের হন তার বিরুদ্ধে সংক্রমণ ব্যাধি আইনে সর্বোচ্চ ৬ মাসের সাজা কার্যকর করা হবে। এ জন্য মাঠে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।
বুধবার (৩০ জুন) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।