মহামারি করোনায় আক্রান্ত ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জনের করোনা পজেটিভ ও ১০ জনের করোনা উপসর্গ ছিল। শনাক্ত হয়েছে আরও ১৭৬ জনের।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার সাজ্জাদ-উল-হক বৃহস্পতিবার (১৫ জুলাই) অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান ।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৫২৪টি নমুনা পরীক্ষা করা হয়। যার ফলাফলে ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৩.৫৮ শতাংশ। এনিয়ে, জেলায় মোট ১৬ হাজার ৫৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫১ জন। মারা গেছেন ৪৯১ জন। চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৪ জন।