মহামারি করোনায় আক্রান্ত ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জনের করোনা পজেটিভ ও ৪ জনের করোনা উপসর্গ ছিল।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বৃহস্পতিবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ২২১ রোগী ও ৬৪ জন উপসর্গ নিয়ে মোট ২৮৫ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৯৪ জনের নমুনা পরীক্ষা করে ২৭৩ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০.৫৩ শতাংশ।
অন্যদিকে, কুষ্টিয়া জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭০ জন। শনাক্ত ২৭৩ জনসহ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৪৯৩ জন।