বই রিভিউ (পোকা)

0
1338

পোকাদের নায়ক!
পোকাদেরও নায়ক থাকতে পারে যেমনটি আছে সৃষ্টির সেরা জীব মানুষের মাঝে,নায়ক বলতে এমন একটি চরিত্র বুঝিয়েছি যে সিনেমার নায়কের মতোই সবকিছু হুটহাটই করে ফেলতে পারে,সবাইকে বাচিঁয়ে ফেলতে পারে এমন কিছু।

পোকাদের নায়ক হবে এমন চরিত্রের যে অনেক শক্তিশালী হবে,অসহায় পোকাদের উপর নির্মম অত্যাচার সহ্য করবেনা,সে প্রতিশোধ ভাবাপন্ন হবে এবং সে মানুষের চালচলনকে নিয়ন্ত্রণ করতে পারবে,পোকাদের বুদ্ধি হবে অনেক!কেমন হাস্যঁকর না ব্যাপারটা?

হুমায়ূন আহমেদ এর লেখা “পোকা” গল্পের পোকারা নায়কের চরিত্রে মতোই শক্তিশালী ,গল্পটা শুধু গল্প হিসেবেই উপভোগ্য হতো যদি না এখন পৃথিবী করোনা আক্রান্ত হতো।করোনাময় পরিস্থিতিতে সবাই যখন মৃত্যুভয়ে অস্থির তখন গল্পটি পড়ে আমার নিছক গল্পই মনে হয়নি,মনে হচ্ছে পৃথিবী আদো আমাদের নাকি পোকাদেরই?

পৃথিবীতে যেখানে পোকা সমাজ না থাকলে পৃথিবী ঠিকে থাকাই কষ্টসাধ্য হয়ে পড়বে সেখানে মানুষ সম্প্রদায় না থাকলে পৃথিবী পরিষ্কার-পরিচ্ছন্নসহ আরো কি কি হবে সকলেরই জানা।

রিভিউ ক্রেডিট- জান্নাত ফাতেমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here