বই রিভিউ (দুই দুয়ারী)

0
1405

সহজ কথা যেমন সহজে বলা যায় না,কিছু কিছু সহজ বিষয়ও মানুষ সহজে বুঝতেই চায় না!

পৃথিবীতে যতগুলো চিরসত্য আছে তার মধ্যে অন্যতম একটি সত্য হলো প্রতিটি মানুষই চেহারা, চাল-চলন, আচার-আচরন জন্মগতভাবেই আর আট-দশটি মানুষের চাইতে আলাদা, খুব স্বাভাবিক ভাবেই আলাদা।

তাই নিজেকে দিয়ে অন্য একটি মানুষকে বিচার করার কিংবা বিপরীত পাশের মানুষটি বৈচিত্র্যপূর্ণ হলে তাকে কটুক্তি করা বা হাস্যরসাত্মকভাবে ব্যঙ্গ করার কোনো যৌক্তিকতা নেই।প্রতিটি মানুষ সমতালে একই চরিত্রের হয় না,একই চরিত্রের হওয়া প্রয়োজনও মনে হয় না।

হুমায়ূন আহমেদ এর লেখা “দুই দুয়ারী” গল্পটি উনার অন্যান্য লেখার মতোই রহস্যময় একটি কেন্দ্রীয় চরিত্র ‘মিষ্টার আগষ্টকে’ কেন্দ্র করে মানুষে মানুষে অদ্ভুত রকম অমিল থাকাকেই যেন সমর্থন করে গেছে

রিভিউ ক্রেডিট- জান্নাত ফাতেমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here