”পাঠারবলী” যাকে বলে সেই ভাবমূর্তির যথাযথ প্রতিফলন হয়েছে ইশতিয়াক আহমেদ এর লেখা “গতকাল” বইটিতে।
কর্মের ফল প্রকৃতি কেমন করে সঠিক সময়ে সঠিক ব্যক্তির কাছে তার প্রাপ্যটুকু পৌছে দেয় গল্পটি পড়ে তা আমরা জানতে পারব।
জীবন যতটুকু সামনে এগিয়ে যায়,ঠিক ততটাই পেছনে যাওয়ার জন্যও রাস্তা তৈরি করে রাখে।অন্যকে নিয়ে নেতিবাচক চিন্তা করার এবং অন্যের মন্দ করার অলৌকিক ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করা মানুষ গুলো কেমন করে পিছিয়ে যেতে পারে তা জানার জন্য বইটি পড়া গুরুত্ববহ!