বই রিভিউ (আপন আঁধার)

0
1442

কখনও কি ভেবে দেখেছেন পাগল কেন পাগল হয়?বা আদো কি তারা পাগল নাকি জীবিকা কিংবা বেচেঁ থাকার তাগিদে কেবল তারা পাগলের বেশ নিয়েছে?

চাইলেই কি কেউ পাগল হতে পারে? একদমই না!

পাগল হওয়ার জন্যও সাধনার প্রয়োজন আছে। নোংরা গন্ধ গায়ে নিয়ে,রাস্তার ধারে অপরিষ্কার পরিবেশে টাল-মাতাল হয়ে ঘুরাঘুরি করা হিমালয় পর্বত জয় করার চেয়ে কম কিছু নয়!

কখনও প্রয়োজনের তাগিদে কখনও বা জগৎ সংসারের দায়িত্বের মায়াজাল থেকে নিজেকে পৃথক করার জন্যও কেউ কেউ পাগলের ছদ্মবেশ নিতে পারে…

শাহজাহান আহমেদ এর লেখা “আপন আঁধার” বইটিতে পাগলদের পাগলামিকে প্রশয় দিয়ে তাদের ভুবন কেমন হতে পারে তা নিয়ে আলোচনা করা হয়েছে।

রিভিউ ক্রেডিট – জান্নাত ফাতেমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here