পীরগঞ্জে ড্রেজার মেশিন ও উৎকল দিয়ে বালু উত্তোলন, দেখার কেউ নেই

0
1265

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৫নং সৈয়দপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মোঃ কায়ুম সূর্যপুর গ্রামের একটি পুকুর থেকে সরকারি নিষেধাজ্ঞা ও আইন অমান্য করে দেদারসে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছেন। বিষয় টি যেন দেখার কেউ নেই।

সরেজমিনে দেখা যায়, সূর্যপুর প্রাথমিক বিদ্যালয়ের উত্তরে একটি পুকুর থেকে প্রতিনিয়ত ড্রেজার মেশিন ও উৎকল দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে দেদারসে বালু বিক্রয়ের ব্যবসা করে আসছেন মোঃ কায়ুম।

ড্রেজার মিশিনে বালু উত্তোলনে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন করছেন এই বালু ব্যাবসায়ী। এলাকার কতিপয় প্রভাবশালীদের ম্যানেজ করে নিজের প্রভাব দেখিয়ে অসহায় এক গরীবের বাড়ীর পাশে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে পাহাড় গড়ে তুলেছেন মোঃ কায়ুম।

এ বিষয়ে সাংবাদিকের সাথে কথা হলে মোঃ কায়ুম মুঠোফোনে বলেন, আমি একজন বালু ব্যাবসায়ী। আমি প্রশাসনকে মেনেজ করেই বালু উত্তোলন করছি।আমি আমার জমিতে বালু উত্তোলন করবো এতে কার কি আসে যায়। আপনার ইচ্ছে হলে নিউজ করতে পারেন। এতে কোন বাধা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here