মহামারি করোনার সংক্রমণ রোধে জনগনকে বিধিনিষেধ মানতে বাধ্য করতে সেনাসদস্য নামানোর নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
শুক্রবার পাকিস্তানের টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এই নির্দেশের কথা নিশি্চত করেছেন।
পাক প্রধানমন্ত্রী জনগণকে সতর্কবার্তা দিয়ে বলেছেন, দেশের জনগণ যদি করোনার বিধিনিষেধ না মানে তাহলে ভারতের মতো পরিণতি হবে।
তিনি আরও বলেন, ‘আমাদের অবস্থা যদি ভারতের মতো হয়, তাহলে আমাদের শহরগুলো বন্ধ করে দিতে হবে। আমরা এটি করতে পারি না, কারণ এর ফলাফল আমরা পূর্ব অভিজ্ঞতায় দেখেছি।
লকডাউন ঘোষণা করলে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয় দরিদ্র মানুষ। মানুষ আমাকে আজকে লকডাউন ঘোষণার কথা বলছে। কিন্তু আমরা এটা করছি না, কারণ আমি এতে দিনমজুর ও শ্রমিকরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হবে।
প্রসঙ্গত, পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৪৪ জন। মহামারি শুরুর পর দেশটিতে এটি এক দিনে সর্বোচ্চ ৩য় মৃত্যুর রেকর্ড।
এনএইচ২৪/জেএস/২০২১