দিনাজপুরের পার্বতীপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর অধীনে সাইকেল, সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে।
আজ রবিবার বিকেল ৩টায় পার্বতীপুর উপজেলা পরিষদের মিলনায়তনে উক্ত বিতরন অনুষ্টানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক। অনুষ্ঠানে মোবাইলের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তাফিজুর রহমান এমপি সাইকেল, সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন উদ্বোধন করেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় আমিরুল মোমিনিন মমিন, রুকশানা বারী রুকু প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাধ্যমিকে অধ্যয়নরত গরীব ছাত্রীদের ৭২ খানা বাইসাইকেল, দুস্থ ও অসহায় মহিলাদের ৭০টি সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে ৪৫টি হুইল চেয়ার বিতরন করা হয়। এসবের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিবি) ১৮ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ ছিল।