পাবনায় চালু হল পিসিআর ল্যাব

0
745

র্দীঘ প্রতিক্ষার পর অবশেষে পাবনায় করোনার নমুনা পরীক্ষার ভোগান্তি অবসান হতে যাচ্ছে। পাবনা মেডিকেল কলেজে পিসিআর ল্যাব নির্মাণের কাজ প্রায় সম্পন্ন হতে যাচ্ছে। এখন প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং কিট এলেই চালু করা যাবে ল্যাবটি।

রোববার দুপুরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব পরিদর্শন শেষে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি এ তথ্য জানান ।

সংসদ সদস্য গোলাম ফারুক বলেন, জেলা বাসীর দীর্ঘদিনের দাবি ছিল পাবনায় একটি পিসিআর মেশিন স্থাপনের। ল্যাব তৈরীর কাজও প্রায় শেষ হয়েছে। কিছু যন্ত্রাংশ, কিট ও টেকনিশিয়ান এলেই চালু হবে করোনা পরীক্ষার ল্যাব। এখন আরো করোনা পরিক্ষায় দুর্ভোগ পোহাতে হবে না সাধারণ মানুষদের।

পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ বুলবুল হাসান জানান, পিসিআর ল্যাবের সব কাজই প্রায় শেষ, অল্প কিছু কাজ বাকি আছে। সেটি শেষ হলেই পিসিআর ল্যাব চালু করা সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here