দিনাজপুরের বিরলে ব্যাপক ভুট্টার চাষাবাদ

0
1080

গীতি গমন চন্দ্র রায় গীতি

দিনাজপুর জেলার বিরল উপজেলার সকল গ্রামের মধ্যে ব্যাপক চাষাবাদ করছে সে এলাকার কৃষকেরা।

সরেজমিনে দেখা যায়, দিনাজপুর জেলার বিরল উপজেলার নিজামপুর, সুকদেবপুর, চকসীমানা সহ প্রায় গ্রামেই উপযুক্ত সময়ে কৃষকেরা ভুট্টা চাষ করে লাভবান হচ্ছেন।

এ বিষয়ে অতুল রায় ও ধনপতি শীলের সাথে সাংবাদিকের কথা হলে তিনি জানান। বর্তমানে ভুট্টা চাষ সহজ এ ফসল চাষ করতে তেমন কোন কিছু প্রয়োজন হয়না। কিন্তু বোরো চাষে ব্যাপক খরচ ও ঘনঘন পানি সেচ দিতে হয়।তাই আমরা বোরো ও চিনাধান চাষ কমে গেছে।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here