কুমিল্লা মুরাদনগরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

0
1122

এস কে আশিক, মুরানগর

`ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে উদ্বোধন করা হয়েছে ভূমি সেবা সপ্তাহ (৭ থেকে ১০ই জুন) ২০২১।

সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিসে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে একুশটি ইউনিয়ন ভূমি অফিসসহ একযোগে এই সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী হারুনুর রশিদ, সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ারুল হক, সার্ভেয়ার সাইদুর রহমান, নাজির আশিকুর রহমান, সায়রাত সহকারী রাহেলা সুলতানা প্রমুখ।

প্রধান অতিথি বলেন মুজিব শতবর্ষে সরকার দেশের ভূমি সেবাকে হয়রানি মুক্ত ও সহজ করার লক্ষে ভূমি উন্নয়ন কর অনলাইন করছে সেজন্য প্রতিটি ইউনিয়নে ভূমি উন্নয়ন কর রেজিস্ট্রেশন চলছে পাশাপাশি কর আদায় এবং হয়রানি মুক্ত ভূমি সেবার লক্ষে ই-নামজারির কার্যক্রম চলমান রয়েছে। তিনি সকল জমির মালিকদের ভূমি উন্নয়ন কর রেজিস্ট্রেশন করার আহ্বান জানান।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here