জাপানে বৃষ্টিপাতের কারণে ভূমিধসে নিখোঁজ ২০

0
1207

জাপানের আতামি শহরে প্রবল বৃষ্টিপাতের কারণে স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে ভূমিধসে অন্ততপক্ষে ২০ জন নিখোঁজ রয়েছেন। (খবর-বিবিসি)।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পাহাড়ের শীর্ষদেশ থেকে কালো কাদার ঢল নামছে এবং এগুলো শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সাগরে গিয়ে পড়ছে। বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে কিংবা কাদার স্তুপের নিচে চাপা পড়ে গেছে।

জাপানি বার্তা সংস্থা কিওডো জানিয়েছে, বন্দর নগরীটি থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রী ইয়োশিহিদ সুগা দুর্যোগ মোকাবিলায় কর্মরত একটি টাস্কফোর্সের সঙ্গে যোগাযোগ রাখছেন।

শিজুওকা, কানাগাওয়া ও চিবা প্রিফেকচারের নিম্নাঞ্চলের বাসিন্দাদের এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here