গাইবান্ধায় ভবন ভাঙ্গার সময় দেয়াল চাপা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

0
1093

গাইবান্ধা গাইবান্ধায় টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পুরাতন বিল্ডিং ভাঙ্গার সময় দেয়ালের নিচে চাপা পড়ে আইয়ুব আলী (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ জুলাই) সকালে এঘটনা ঘটেছে। মৃত আইয়ুব আলী সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের নিকট জানা গেছে, গাইবান্ধা সদরের টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পুরাতন বিল্ডিং অপসারণের জন্য কাজ করছিলো নির্মাণ শ্রমিকরা। এসময় কোন কিছু বুঝে উঠার আগেই বিল্ডিংয়ের দেয়াল ধসে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় নির্মাণ শ্রমিক আইয়ুব আলীর।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here