মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ১০০৩ জনের।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বুধবার (২৪ জুলাই) সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান. গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের পিসিআর ল্যাবসমূহে ২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০০৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৪.৯৫ শতাংশ। চিকিৎসাধীন থাকা ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন বিভিন্ন উপজেলায় উপজেলার এবং ৪ জন চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায়।