কক্সবাজারের রামুতে ইয়াবাসহ গ্রেপ্তার ২

0
361

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ১০ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বুধবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার মধ্যরাতে কক্সবাজারের রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি কালা খন্দকার পাড়ার মো. হানিফের চা দোকানের সামনে কক্সবাজার টু টেকনাফগামী পাকা রাস্তার কাছে থেকে ইয়াবা গুলো উদ্ধার করে।

এ সময় আসামিদের সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে সর্বমোট ১০,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

এএসপি আরও জানান, গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here