৭০০ এতিমের খাবারের ব্যবস্থা করলেন মাশরাফি

0
2140
Mashrafee

এবার জাতীয় শোক দিবসে নড়াইল সদরের প্রত্যেক এতিমখানায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মুর্তজার সৌজন্যে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

গতকাল শনিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ এর সেই কালো রাতের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে এ খাবারের ব্যবস্থা করা হয়।

নড়াইল জেলা আওয়ামী লীগ নেতা মিলন খান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মাশরাফির সৌজন্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খানের তত্বাবধানে সদরের ২৫টি এতিমখানার ৭০০ জনকে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে এসব খাবার পরিবেশন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here