শেষ পর্যন্ত সুস্থ হলেন করোনাভাইরাস আক্রান্ত র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। একের পর এক আলোচিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সারোয়ার আলম ১৭ দিন পর করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন।
বুধবার (২৪ জুন) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে নিজের করোনামুক্তির বিষয়টি নিশ্চিত করেন তিনি। ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সকলের দোয়ার বদৌলতে COVID 19 থেকে মুক্তি পেলাম। কৃতজ্ঞতা আপনাদের সকলের প্রতি।।’
সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন মাঠে যাওয়া সম্ভব হয়নি, অভিযান চালাতে পারিনি। তবে রাষ্ট্রের স্বার্থে অচিরেই মাঠে নামবো। রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাবো।’