টাঙ্গাইলের মির্জাপুর থানায় সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকে পাঁচদিনের রিমান্ডে আনা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে তাকে টাঙ্গাইল কারাগার থেকে মির্জাপুর থানায় নিয়ে আসা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কলেজ ছাত্র ইমন নিহত হয়। ওই মামলার প্রধান আসামী হিসেবে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে রিমান্ডে আনা হয়েছে।
জানা গেছে, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে শান্তিপুর্ণ কর্মসূচী চলাকালে একদল দুস্কৃতিকারী গোড়াই হাইওয়ে থানায় হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় গোপালপুর এলাকার হিমনগর গ্রামের বাসিন্দা কলেজ ছাত্র ইমন সেখানে গুলিবিদ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট ইমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
আরও পড়ুন: আসিফের গানের মডেল ভাইরাল সিঁথি
এ ঘটনায় ইমনের ভাই সুমন বাদী হয়ে ১৯ আগস্ট মির্জাপুর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে প্রধান আসামী করা হয়।
প্রসঙ্গত, ১৪ অক্টোবর মহানগর গোয়েন্দা পুলিশ ড. আব্দুর রাজ্জাককে ঢাকায় গ্রেফতার করে। ১১ নভেম্বর আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলে মির্জাপুর আমলী আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক ইসমত আরা তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।