আসিফের গানের মডেল ভাইরাল সিঁথি

0
125
Newshunter24, Asif Akbar, Farzana Sinthi, Song, Model,

আগস্টে একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় আসেন ফারজানা সিঁথি। ভাইরাল সেই সিঁথি এবার দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গানের মডের হচ্ছেন। তার সঙ্গে গানে সহমডেল থাকছেন শেখ সাদী।

গানের সুর ও সংগীত করেছেন রাজীব ও মোনা। কথা লিখেছেন বুদ্ধাদিত‍্য মুখার্জি ( বাংলা), শাদাব আখতার (বেপানা দিল- হিন্দি)। আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।

আরও পড়ুন: চার উপদেষ্টার আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা

এ বিষয়ে গায়ক বলেন, ‘মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি- দুই ভার্সনেই রিলিজ হবে।গানের রেকর্ডিং হয়েছে আরো পাঁচ মাস আগে। এখন শুরু হবে গানের শুটিং।’

তিনি আরও বলেন, ‘নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন্যা ফারজানা সিঁথি ও তরুণ সংগীতশিল্পী শেখ সাদীকে। গানের শুটিং হবে শালদহ ইকো রিসোর্ট, গাজীপুরে। ভিডিও পরিচালনা করবেন স্নেহের সৌমিত্র ঘোষ ইমন। আবার গানে গানে মুখর হয়ে উঠুক আমাদের পরিবেশ, প্রতিবেশ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here