সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৩০ জন। যা এ পর্যন্ত বাংলাদেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জনে। মারা গেছেন আরও ৫০ জন। মোট মৃতের সংখ্যা দাড়াল ৯ হাজার ১৫৫ জন।
সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৩ জন। মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন।
শুক্রবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সারা দেশের ২২৬টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ২৯ হাজার ৩৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৭ লাখ ২৮ হাজার ১১৩ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩.২৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩.২১ শতাংশ।
এনএইচ২৪/জেএ/২০২১