বঙ্গবন্ধু আন্তঃজেলা নারী টি-২০ ক্রিকেট লীগের উদ্বোধন

0
1169

গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং গাইবান্ধার ক্রিকেট কোচিং সেন্টারের আয়োজনে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে বঙ্গবন্ধু আন্তঃজেলা নারী টি-২০ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়। লীগের উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

ক্রিকেট কোচিং সেন্টারের সাধারণ সম্পাদক বাবলু খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার ইলিয়াস জিকু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, রংপুর বিভাগীয় ক্রিকেট আম্পায়ার এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মনা, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রিটন, কোষাধ্যক্ষ ওয়াহিদ মুরাদ লিমন, নির্বাহী সদস্য বেনজীর আহমেদ, আ.স.ম রেজাউন্নবী রাজু, মাসুদুল হক মাসুদ, জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান প্রমুখ।

লীগে ঢাকা, দিনাজপুর, রংপুর ও স্বাগতিক গাইবান্ধা জেলার নারী ক্রিকেট দল অংশগ্রহণ করছে। খেলা আগামী ৪ এপ্রিল পর্যন্ত চলবে।

এনএইচ২৪/জেএ/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here