হিলি বন্দরে এলো ২৭ ট্রাক পেঁয়াজ

0
89
Newshunter24, Onion, import, Hili port, Dinajpur, land port,

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ২৭ ট্রাক (৭৭১ দশমিক ৩০০ মেট্রিক টন) পেঁয়াজ আমদানি করা হয়েছে। প্রতি কেজি পেঁয়াজ আমদানির মূল্য ৯২-৯৩ টাকা।

মঙ্গলবার (১২ নভেম্বর) হিলি স্থলবন্দর দিয়ে আসে পেঁয়াজের এ চালান। যা দেশের বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি ৯৫-১০০ টাকা মূল্যে বিক্রি করা হয়েছে।

আরও পড়ুন: ৩ মাস পর চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন

জেলাভিত্তিক পাইকারি ক্রেতারা হলেন- দিনাজপুরের সম্ভু বাবু, রংপুরের শহিদুল ও সাইফুল, লালমনিরহাটের লেবু, কুড়িগ্রামের ঝন্টু, ঠাকুরগাঁওয়ের নুরুজ্জামান ও ওবায়দুল এবং দিনাজপুরের বিরামপুর উপজেলার খাইরুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here