৩ মাস পর চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন

0
80
Newshunter24, Sirajganj Express Train, Student Crowd, Train,

দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর ১৫ নভেম্বর আবার চলাচল শুরু করতে যাচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন। সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) শাহ সুফি নুর মোহাম্মদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকশী রেলওয়ে বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় সিরাজগঞ্জ বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশন ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত এ দুটি স্টেশনের মেরামত কাজ চলমান।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যা

পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ জানান, সিরাজগঞ্জ বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনের মেরামত কাজ চলমান রয়েছে। ২০ নভেম্বরের মধ্যে মেরামত কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ নভেম্বর থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here