হাসপাতালে ভর্তি হয়েছেন সেফুদা

0
1754

নানা ধরণের অশ্লীল, অসঙ্গতিপূর্ণ ভিডিওবার্তা এবং বিভিন্ন সময় নানা বিষয় নিয়ে ফেসবুক লাইভে এসে অল্প সময়ে ‘তারকা’ বনে যান সিফাত উল্লাহ ওরফে সেফুদা। সেফুদা বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৮ জুন) বিকেলে ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় দেশবাসীর কাছে তার রোগমুক্তির জন্য তিনি দোয়া চেয়েছেন।

ভিডিওটিতে দেখা গেছে, সিফাত উল্লাহ ওরফে সেফুদার নাকে অক্সিজেন লাগানো রয়েছে। হাতে ক্যানোলার মাধ্যমে দেয়া হচ্ছে স্যালাইন। অসুস্থ সেফুদার চোখ দেখেই বোঝা যাচ্ছে, তিনি খুব অসুস্থ। তার শারীরিক অবস্থা ভালো নয়।

অস্ট্রিয়ার ভিয়েনা বাঙালি কমিউনিটির পরিচিত মুখ ও প্রবাসী সাংবাদিক ফিরোজ আহমেদ বলেছেন, সেফুদা সেখানকার একটি হাসপাতালে গত ১ সপ্তাহ ধরে ভর্তি আছেন।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here