কুষ্টিয়ায় বেশিরভাগ মানুষ মানছে না সরকারী বিধিনিষেধ। এতে করে বাড়ছে জেলায় করোনা সংক্রমণের হার।
কুষ্টিয়ার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আবদুল মোমেন জানান, গত ২৪ ঘন্টায় কুষ্টিয়ায় ২২২ জনের নমুনা থেকে ৬৭ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ৩ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে। সনাক্তের হার ৩৪ শতাংশ।
গত ৩দিনে জেলায় নতুন করে ১৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩শ ২২ জন। সব মিলিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ১২৩।
কুষ্টিয়ায় করোনা সংক্রমন আশংকাজনকহারে বৃদ্ধি পেলেও মানুষের মধ্যে কোন সচেতনতা নেই। বেশির ভাগ মানুষ মাস্ক ছাড়ায় চলাফেরা করছে। প্রশাসন কিন্ত সামাজিক দুরুত্ব বজায় রাখার পাশাপশি প্রতিটা মানুষকে মাস্কপড়া বাধ্যতামূলক করার চেষ্টা করছে।
এনএইচ২৪/জেএস/২০২১