হবিগঞ্জের বাহুবলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

0
1313

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের কচুয়াদি গ্রামে শনিবার সকাল ৯টার দিকে বজ্রপাতে আকবর আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

জানা যায়, কৃষক আকবর আলী আউশ ধান রোপণের জন্য জমি প্রস্তুত করতে সকালে বাড়ির পূর্ব পাশে কোদাল নিয়ে মাঠে যান।

সকাল ৯টার দিকে আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মাঠে থাকা অন্যান্য কৃষকেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

মিরপুর ইউনিয়নের মেম্বার শামীম আহমদ বলেন, খবর পেয়ে নিহতের পরিবারকে ২০ হাজার টাকার অনুদান তুলে দেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here