ঘণ্টাখানেকের বৃষ্টিতে মিরপুর-২ এর প্রধান সড়ক, ১০ নম্বর গোল চক্কর থেকে মিরপুর-১১, মিরপুর-১২, পল্লবীসহ পুরো এলাকায় ভয়াবহ আকার ধারণ করেছে। জলাবদ্ধতার কারণে সব ধরনের যানবাহন আটকে আছে রাস্তায়।
জলাবদ্ধতার কারণে কাজিপাড়া, শ্যাওড়াপাড়ার প্রধান সড়ক ও সেনপাড়া এলাকায় বেশিরভাগ এলাকা ডুবে গেছে। রাস্তার পাশের ফুটপাতেও পানি জমে যাবার কারণে গাড়ি চলাচলে অসুবিধার পাশাপাশি মানুষজন হাঁটার অবস্থাও নেই। কিছু মানুষকে ছাতা মাথায়, হাতে জুতো নিয়ে পানি মাড়িয়ে চলতে দেখা গেছে।
বৃষ্টি একটু কমে আসলেও রাস্তার পানি কোনোদিকে নামতে পারছে না। প্লাস্টিকসহ বিভিন্ন আবর্জনার কারণে ড্রেনেজ লাইন বন্ধ হয়ে আছে। তাছাড়া মেট্রোরেলের কাজ চলার কারণে রাস্তা সরু হয়ে আছে।
এক ঘণ্টার বৃষ্টিতে জমে যাওয়া পানি নেমে রাস্তা ঘাটের অবস্থা স্বাভাবিক হতে অন্তত ৫/৬ ঘণ্টা লাগবে বলে জানালেন সেনপাড়ার স্থানীয় বাসিন্দা তারেকুল ইসলাম।
এনএইচ২৪/জেএস/২০২১