সৈয়দপুরে দখলমুক্ত হলো রাস্তা

0
1682

নীলফামারীর সৈয়দপুরে অবৈধ দখলে থাকা সরকারি রাস্তা দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৫ জুলাই) বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলমের নির্দেশে শহরের গোয়াল পাড়া এলাকায় ৩৬ ফিট রাস্তার উচ্ছেদসহ দখলমুক্ত করা হয়।

চলাচলে স্থানীয় জনদুর্ভোগের কথা বিবেচনা করে সম্প্রতি বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনা হয়। ফলে প্রশাসন সরকারি এই রাস্তা দখলমুক্ত করার উদ্যোগ নেয়।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার ভূমি দস্যু মৃত সুলতান গোয়ালার ছেলে মোহাম্মদ ওয়াজির (৪৫) প্রায় একমাস আগে তার বসত ভিটার সামনে স্থানীদের চলাচলের ওই রাস্তা টিন, বাঁশ-বেড়া দিয়ে নিজের দখলে নেয়। এতে ওই রাস্তা দিয়ে স্থানীয়দের চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন তারা। এছাড়া পৌরসভা চলমান ওই রাস্তা সংস্কারের কাজও বন্ধ থাকে।

এবিষয়ে স্থানীয় কাউন্সিলরকে অবহিতসহ এলাকাবাসীর গনস্বাক্ষর দিয়ে পৌরসভায় একটি অভিযোগ দায়ের করলেও নেওয়া হয়নি কোন উদ্যোগ। পরে রাস্তা দখলমুক্ত করতে সৈয়দপুর উপজেলা নির্বাহী কমকর্তার কাছে আরও একটি আবেদন করেন স্থানীয়রা।

আবেদনের প্রেক্ষিতে সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলম তদন্ত করে অবৈধ দখলের সত্যতা পাওয়ায় কামারপুকুর ইউনিয়ন সহঃ ভুমি কমকর্তা কাজী শরিফুল ইসলামকে ভাঙ্গার নির্দেশ দিলে ওই অবৈধ দখলে থাকা রাস্তাটি দখলমুক্ত করে চলাচলের জন্য উম্মোক্ত করে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here