সুড়ঙ্গে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩৬

0
1567

পূর্ব তাইওয়ানে শুক্রবার (২ এপ্রিল) একটি সুড়ঙ্গে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। (খবর:বিবিসি ও আলজাজিরা)।

তাইওয়ানের দমকল বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ৩৫০ জন যাত্রী নিয়ে তাইতুংয়ে যাওয়ার পথে হুয়ালিয়েন শহরের উত্তরে একটি সুড়ঙ্গে দুর্ঘটনায় পড়ে যাত্রীবাহী ওই ট্রেন। সুড়ঙ্গের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। ট্রেনের প্রথম তিন বগি থেকে প্রায় ৬০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

জানা যায়, শুক্রবার তাইওয়ানে ছুটি থাকায় স্থানীয় বাসিন্দারা ট্রেনে ভ্রমণ করছিলেন। যে কারণে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here