সম্প্রতি সাভারের বোট ক্লাবে এসে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হওয়ার অভিযোগে করা মামলার প্রয়োজনে সাভার মডেল থানায় এসেছেন এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।
রোববার (২৭ জুন) দুপুর ২টা ২০মিনিটের দিকে একটা প্রাইভেটকারে করে এসে তিনি থানায় ঢোকেন।
পরীমনির প্রবেশের পর ভেতর থেকে থানার প্রধান ফটক আটকে দেওয়া হয়েছে। জনসাধারণ ও সাংবাদিকদেরও থানায় ঢুকতে দেওয়া হচ্ছে না।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চিত্রনায়িকা পরীমনি সাভার মডেল থানায় কিছুক্ষণ আগে এসেছেন। বিস্তারিত পরে জানানো হবে।