বর্তমান সময়ের বহুল আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা শবনম বুবলী৷ সব সময়েই থাকেন খবরের শিরোনামে। মূলত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে আলোচনায় উঠে আসেন তিনি।
তবে এবার শাকিব খান ছাড়াও জুটিঁ বেধেঁছেন নিরব, রোশানের সঙ্গে।‘পাসওয়ার্ড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন ইমন-বুবলী। আবারো জুটি বাঁধলেন তারা। তবে কোনো সিনেমায় নয়, একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে তাদের।
বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন রবিন খান। শিগগির দেশের সব টেলিভিশনে এর সম্প্রচার শুরু হবে। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে আজ (২৭ জুন) এর আনুষ্ঠানিক প্রিমিয়ার হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।
বিজ্ঞাপনটি সর্ম্পকে পরিচালক রবিন খান বলেন, ‘মুক্তা পানির সঙ্গে আবেগ মিশে থাকে। এটি সরকারি অর্থায়নে প্রস্তুত ও বাজারজাতকৃত একটি পণ্য। গাজীপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এই পানি তৈরির কারখানাটি পরিচালিত হয়। এখানে যারা কর্মরত রয়েছেন তারা সবাই প্রতিবন্ধী। এখান থেকে যে লাভ হয় তার পুরো অংশ প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় হয়। এমন একটি পণ্যের বিজ্ঞাপন নির্মাণের সুযোগ পেয়ে আমি আনন্দিত। ইমন-বুবলীকে নিয়ে চমৎকার একটি টিমের সমন্বয়ে কাজটি করেছি।’