সংবিধান সমসাময়িক করার পরামর্শ ড. কামালের

0
95
Newshunter24, Constitution, Dr. Kamal Hossain, News Release,

সংস্কার কমিশনের সদস্যদের সংবিধানকে সমসাময়িক করার পরামর্শ দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন।

শনিবার (২ নভেম্বর) ড. কামাল হোসেনের মতিঝিলের কার্যালয়ে কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা সাক্ষাৎ করেন। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ৫০ বছর বয়সে চাকরি মিলবে মেট্রোরেলে

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতের সময় সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। ড. কামাল হোসেন সংবিধান সংস্কার কমিশনের প্রধানসহ উপস্থিত সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেন। তিনি সংবিধানকে সমসাময়িক করার কথা উল্লেখ করেন।

এ সময় কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মো. মুসতাইন বিল্লাহ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here