ভারতের ওড়িশায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

0
82
Newshunter24, Fatalities, Road Accidents, India, NDTV

ভারতের ওড়িশার সুন্দরগড় জেলায় যাত্রীবাহী ভ্যানের সঙ্গে ট্রাকের ধাক্কায় ৬জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

শনিবার (২ নভেম্বর) ভোরে হেমগিরি থানার সীমানার অন্তর্গত গাইকানাপালি এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। তথ্যসূত্র- এনডিটিভির।

পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেন, হেমগিরি থানার সীমানার অন্তর্গত গাইকানাপালি এলাকার কাছে যাত্রীবাহী ভ্যানটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একটি ‘কীর্তন’ দলের ৬ সদস্য ঘটনাস্থলেই মারা যান। আর আহত হন আরও ৫জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ৫০ বছর বয়সে চাকরি মিলবে মেট্রোরেলে

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘কীর্তন’ পার্টি দীপাবলি উপলক্ষে একটি অনুষ্ঠানের জন্য চকপ্লাই গ্রামে গিয়েছিল এবং তাদের গ্রামে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে।নিহতরা জেলার কান্দাগোদা ও সমরপিন্দা গ্রামের বাসিন্দা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here