এস কে আশিক, বাংগরা, মুরাদনগর
করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে আজ থেকে শুরু হয়েছে টানা ৭ দিনের লকডাউন।
এরই ধারা বাহিকতায় কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় সরকারি নিয়ম মেনে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৮টা থেকে ৪ টা পর্যন্ত দোকানপাট খুলা ছিল।
পরে স্হানীয় প্রশাসন বাঙ্গরা বাজার থানার তদারকিতে ৪ টার পর থেকে সকল প্রকার মুদি দোকান,কসমেটিক,স্টোনারি সামগ্রী হোটেল, কফিশপ বন্ধ করে দেওয়া হয়।
সকাল থেকেই বাঙ্গার বাজার থানার অফিসার ইনচার্জ জনাব কামরুজ্জামান তালুকদার এর নির্দেশে বাঙ্গরা বাজার থানাধীন বিভিন্ন এলাকায় মাইকিং করে, সবাই কে স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করার জন্য সচেতন করা হয়।
তবে সাধারণ মানুষের মাঝে সচেতনতার অভাব পরিলক্ষিত হয়েছে, মাক্স ছাড়াই অনকেই চলাফেরা করতে দেখা গিয়েছে।
জরুরি সেবা যেমন ফার্মেসি, হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার, উক্ত নিষেধাজ্ঞার বাইরে রয়েছে।
এনএইচ২৪/জেএ/২০২১