রংপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, নিহত ১

0
1104

রংপুরের তারাগঞ্জে শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেলে চাপা পড়ে হাজাজ মিয়া নামে একজন দিনমজুর নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন । আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাজাজ মিয়া একই উপজেলার ঝাকুয়াপাড়ার বাসিন্দা। তিনি সন্ধ্যায় বাজার করতে বাড়ি থেকে বের হয়েছিলেন।

আহতরা হলেন- জামাল, ফুয়াদ, হোসেন আলী, ফাতেমা, তমা, তারা বানু, বাবু, সেকেন্দার । এছাড়াও আরও দুই-তিন জনের নাম পরিচয় জানা যায়নি।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি থ্রি-হুইলারের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে গেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বাস চালক ও হেলপার পালিয়ে যায়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, শুক্রবার সন্ধ্যায় রংপুর থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁও গামী এইচএপ্লাস পরিবহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি থ্রি-হুইলার ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের একটি দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই একজন দিনমজুর পথচারী নিহত হন। বাসের যাত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় বাসটি দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। ‍পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত ৯ টার পর বিক্ষুব্ধ জনতা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

এনএইচ২৪/জেএ/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here