যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস শহরে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
শুক্রবার (১৬ এপ্রিল) আর্ন্তজাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইন্ডিয়ানাপোলিস শহরে অবস্থিত কার্গো সেবাদাতা প্রতিষ্ঠান ফেডএক্স কার্যালয়ে বন্দুকের গুলির শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা।
পুলিশের মুখপাত্র জিনে কুক বলেন, বহুজাতিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফেডেস্কের কার্যালয়ে এ ঘটনা ঘটে। সেখান থেকে হতাহত লোকজনকে উদ্ধার করা হয়েছে।
এনএইচ২৪/জেএ/২০২১