মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কপিলা খ্যাত বহুল পরিচিত টলিউড অভিনেত্রী ও বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ কথা জানান।
তিনি তার ফেসবুকে লিখেছেন—‘সর্বশেষ আমারও কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। দুঃখিত বন্ধুরা। যদিও গত ১৩ এপ্রিল‘আমার কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ এসেছে। তবে ঠান্ডা জ্বর ও কফ রয়েছে।
প্রসঙ্গত, গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় ‘কপিলা’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান তিনি। এ সিনেমায় কুবের-কপিলার কিছু সংলাপ এখনো মানুষের মুখে মুখে।
এনএইচ২৪/জেএ/২০২১