মধ্যপ্রাচ্যে করোনা মহামারির চতুর্থ ঢেউ শুরু

0
725

মধ্যপ্রাচ্যে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শুরু হয়েছে চতুর্থ ঢেউ। সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মধ্যপ্রাচ্যের ২২টি দেশের মধ্যে ১৫টিতেই উচ্চ সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্ট পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে সংক্রমণ বাড়াচ্ছে এবং মৃত্যুর সংখ্যা বাড়িয়ে তুলছে।’

সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের পরিচালক আহমেদ আল-মান্দারি বলেছেন, ‘নতুন শনাক্ত ও হাসপাতালে যাওয়া রোগীদের অধিকাংশই টিকান না নেওয়া ব্যক্তি। আমরা এখন এই অঞ্চলে কোভিড-১৯ এর ৪র্থ ঢেউয়ে আছি।’

জুলাইয়ের শেষ সপ্তাহে দেওয়া তথ্য অনুযায়ী, এই অঞ্চলের চার কোটি ১০ লাখ বা ৫.৫ শতাংশ মানুষ পুরোপুরি টিকা পেয়েছে। অথচ সংক্রমণ বেড়ে ৫৫ শতাংশ এবং মৃত্যু বেড়েছে ১৫ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here