দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে

0
1259

মহামারি করোনার প্রকোপের মধ্যেই হঠাৎ করে বেড়ে চলছে ডেঙ্গু রোগী। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ১৭০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৬৪ জন ঢাকায় এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ জন ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুক্রবার (৩০ জুলাই) এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৯ জনে। ভর্তি রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে ৬৭৯ জন ও ঢাকার বাইরে ৩০ জন ভর্তি রয়েছেন।

রাজধানীতে ভর্তি ১৬৪ জনের মধ্যে ৩২ জন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে এবং ১৩২ জন বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here