মহামারি করোনায় ভারতে এক দিনে আবারও ৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন আরও ৪ লাখের বেশি।
রোববার (৯ মে) সকালে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৯২ জন।এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৩৬২ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৩ হাজার ৭৩৮ জনের। দেশটিতে এখন পর্যন্ত মোট ২ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৪১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এনএইচ২৪/জেএস/২০২১