আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুলের কাছে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ।
শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, অন্তত ৫২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণে আহতদের অধিকাংশই শিক্ষার্থী।
কী কারণে বিস্ফোরণ ঘটেছে বা এর লক্ষ্যবস্তু কারা ছিল সেই বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
কোনো গোষ্ঠী এখনও এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
এনএইচ২৪/জেএস/২০২১