বাংলাদেশ গেমসে বডিবিল্ডিংয়ে স্বর্ণ জিতলেন যারা

0
1092

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের প্রথম দিনে শুক্রবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে (নতুন ভবন) বডিবিল্ডিংয়ের পাঁচ ক্যাটাগরির ১৫ পদকের নিষ্পত্তি হয়েছে।

বডিবিল্ডিংয়ে স্বর্ণ জিতলেন যারা: পুরুষ জুনিয়র ওপেন ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছেন নিউ গোল্ড জিম হেল্থ এন্ড ফিটনেস সেন্টারের মুশরাফি সাহিল। রুপা জিতেছেন গ্যালাক্সি জিমের মো. রেদোয়ান । ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ বডিবিল্ডংয়ের হযরত আলী অনিক।

পুরুষ মাস্টার ওপেন ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের আবু সাইদ মোল্লা। রুপা জিতেছেন চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার শাহেদ আলী। ব্রোঞ্জ জিতেছেন ফিউচার ফিটনেস হেল্থ ক্লাবের জাকির হোসেন খান সজিব।

পুরুষ ফিজিক ১৬৬ সে. মি. দৈহিক উচ্চতায় স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের মো. রবিউল ইসলাম। রুপা জিতেছেন শাকিল বডিবিল্ডিং ক্লাবের সাজ্জাদ হোসেন। ব্রোঞ্জ জিতেছেন সিলেট আইরন ওয়ারিয়র জিমের আবু বক্কর।

পুরুষ ফিজিক ১৭০ সে. মি. দৈহিক উচ্চতায় স্বর্ণ জিতেছেন গোল্ডেন জিমের সুমন খান। রুপা জিতেছেন বাংলাদেশ আনসারের শাকের উদ্দিন শাওন। ব্রোঞ্জ জিতেছেন গ্যালাক্সি জিমের মাহমুদুর রহমান।

পুরুষ ফিজিক ১৭৩ সে. মি. দৈহিক উচ্চতা বিভাগে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের এমরুল ইসলাম হৃদয়। রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুজন আলী। ব্রোঞ্জ জেতেন রাজশাহী বডি কিং মাল্টি জিমের মো. আকাশ।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here