এস কে আশিক, বাংগরা, কুমিল্লা
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের খানে পাড়া গ্রামের মৃত মনু মিয়ার বড় ছেলে রিপন (২৫) ছোট ছেলে সাইদুল (২২) কে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে।
সাইদুল দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর বাজারে একটি সেলুন দোকান দিয়ে ব্যবসা করে আসছেন, বড় ভাই রিপন নেশাগ্রস্ত হয়ে প্রায়ই দোকানে এসে টাকা পয়সা ও বাবার রেখে যাওয়া তিন শতক ভিটে মাটি নিয়ে ঝগড়া করে।
এর পরিপেক্ষিতে শুক্রবার সকাল প্রায় ৮ ঘটিকার সময়ে সাইদুল দোকান খুলে টিউবয়েল থেকে পানি আনতে গেলে বড় ভাই ঘাতক রিপন পিছন থেকে এসে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তিতাস নদীতে ঝাপ দেয়, এলাকাবাসী ঘাতককে আটক করে।
পড়ে থানায় খবর দিলে ঘটনাস্থলে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘাতককে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি জানান, বাড়ীর তিন শতক ভিটে মাটি ভাগাভাগি নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে কয়েকদিন ধরে ঝগড়া হত, এর থেকে ই আজকে দূর্ঘটনা ঘটায়, ভিকটিম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আছে, তার মা শাহেরা খাতুন বাদী হয়ে বড় ছেলে ঘাতক রিপনকে আসামী করে একটি মামলা করেছে, আমরা আসামী বিজ্ঞ আদালতে সোপর্দ করার পক্রিয়া চলছে, বিজ্ঞ আদালতে তার বিচার হবে।
এনএইচ২৪/জেএস/২০২১