বঙ্গোপসাগরে অনুপ্রবেশের অভিযোগে ৩১ ভারতীয় জেলে আটক

0
74
বঙ্গোপসাগর, ভারতীয় জেলে, আটক, কুয়াকাটা, নৌ-বাহিনী,

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অনুপ্রবেশের অভিযোগে ৩১ জেলেসহ ভারতীয় দুটি ট্রলিং জাহাজ আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস শহীদ আকতার উদ্দিন নিয়মিত অভিযান পরিচালনাকালে জয় জগন্নাথ ও মা বাসন্তী নামের দুটি ট্রলিং জসহাজসহ জেলেদের আটক করে। আটকদের বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামে।

আরও পড়ুন: শ্রমিক অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত

বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় বিএনএস শহীদ আকতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মশিউল ইসলাম এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে মশিউল ইসলাম বলেন, আটক জেলে ও জাহাজ দুটিকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here